28 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - জুলাই ২১, ২০২৫
Bnanews24.com
Home » ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী


বিএনএ, ঢাকা : ৭১ টেলিভিশন নিয়ে বক্তব্যের দেওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৮ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুকে তিনি লিখেছেন, ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে, যা কখনই আমার উদ্দেশ্য ছিল না।

‘যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

উল্লেখ্য, সম্প্রতি জুলাই অভ্যুত্থানে ৭১ টিভির ভূমিকা নিয়ে নাসীরুদ্দীন বলেছিলেন, ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সঙ্গে একীভূত হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ