28 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - জুলাই ১, ২০২৪
Bnanews24.com
Home » মিজানুর রহমান মজুমদারকে আহলে সুন্নাতের সংবর্ধনা

মিজানুর রহমান মজুমদারকে আহলে সুন্নাতের সংবর্ধনা


ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারকে সংবর্ধনা দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাগলনাইয়া উপজেলা শাখা।  শুক্রবার(২৮ জুন) সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

মিজ‌ান
ফু‌লেল শু‌ভেচ্ছা জানান

আহলে সুন্নাত ওয়াল জামাত ছাগলনাইয়া শাখার সভাপতি সভাপতি মাওলানা আলমগীর ফরায়েজির সভাপতিত্বে ছাগলনাইয়া মডেল মসজিদের খতিব ও রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলনা মনজুরুল মাওলা সরদার এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

প্রধান বক্তা ছিলেন, অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী রহমানী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা কাজী নুরুল আলম।

মাওলানা নুরুল ইসলাম জিহাদি,মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী, মাওলানা আলাউদ্দিন মিয়াজী, মাওলানা বোরহানউদ্দিন,হাফেজ আব্দুর রহিম, জামশেদ আলম, শারাফাত হোসেন, জামশেদ মজুমদার,আবু সুফিয়ান মজুমদার, সৈকত হোসেন, কামরুল ইসলাম, ডিএসবি রফিক সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএন এ,এ‌বিএম নিজাম উ‌দ্দিন, এস‌জিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ