28 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - জুলাই ১, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল


বিএনএ, ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত শুক্রবার (২১ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

২২ জুন থেকে মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হার্টে পেসমেকার বসানোর সিদ্ধান্ত দেয়।

২৩ জুন খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানোর পর সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ