21 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলিতে শ্মশান কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

কর্ণফুলিতে শ্মশান কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন


বিএনএ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার বড় উঠান ইউনিয়ন দক্ষিণ শাহামীরপুর গ্রামের বৌদ্ধদের মহাশ্মশান,ধ্যানকেন্দ্র ও মুসলিমদের কবরস্থান রক্ষার দাবীতে  মানববন্ধন করেন পূর্ণচন্দ্র ভিক্ষুর বনবিহার মহাশ্বশান কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি ও ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।  শুক্রবার (২৮ জুন) বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কবরস্থান পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটির সভাপতি অমল বড়ুয়া, সাধারন সম্পাদক নিকাশ বড়ুয়া,অর্থ সম্পাদক সুকেন বড়ুয়া, শিমুল বড়ুয়া, দীপক বড়ুয়া সহ-সভাপতি সমীরন বড়ুয়া, নেপাল বড়ুয়া, ভূটান বড়ুয়া, দীপক বড়ুয়াসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে  সন্ত্রাসী দিয়ে মহাশ্মশান- কবরস্থান দখল করে রেখেছে কেইপিজেড। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই  বৌদ্ধ ও মুসলমানদের একমাত্র মহাশ্মশান ও কবরস্থানের জায়গা ফেরত দেওয়া হউক। এ সময়  নানা পেশার লোক মানববন্ধনে যোগ দিয়ে শ্লোগান দেয় মহাশ্মশান কবরস্থানের জায়গা ফেরত চাই, দিতে হবে।  মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা  মিছিল যোগে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

বিএনএনিউজ২৪ডটকম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ