বিএনএ, বিশ্বডেস্ক : পেরুতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার দেশটির দক্ষিণের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর বিভিন্ন জায়গা থেকে আসছে ক্ষয়ক্ষতির তথ্য। তবে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, উপকূলীয় আটিকুইপা জেলা থেকে ৮.৮ কিলোমিটার (৫.৫ মাইল) দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ও অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তবে সুনামির কোনো আশঙ্কা নেই উল্লেখ করে পরবর্তীতে সতর্কতা তুলে নেওয়া হয়।
২০১৮ সালেও পেরুর উপকূলীয় ওই এলাকায় শক্তিশালী ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০০৭ সালে দেশটিতে ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ জনের মৃত্যু হয়। আহত হয়েছিল ২ হাজারের বেশি মানুষ।
বিএনএনিউজ/এইচ.এম/হাসনা