17 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বলিভিয়াকে উড়িয়ে কোয়ার্টারে উরুগুয়ে

বলিভিয়াকে উড়িয়ে কোয়ার্টারে উরুগুয়ে

bolivia

স্পোর্টস ডেস্ক: চলতি কোপা আমেরিকার আসরে বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে।

শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের মেট লাইন স্টেডিয়ামে বলিভিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে কোচ মার্সেলো বিয়েলসার দল।

নুনিয়েজ-ম্যাক্সিমিলিয়ানো-ভালভার্দের দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে। দুর্দান্ত জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

ম্যাচের ৫ মিনিটে প্রথম লিড নেয় উরুগুয়ে। গোল করেন লা লিগার ক্লাব গ্রানাডায় খেলা ফাকুন্দে পেলিস্ত্রি। ২১ মিনিটে লিভারপুল স্ট্রাইকার নুনিয়েজ গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দিয়ে প্রথমার্ধ শেষ করেন।

ম্যাচে মোট গোলবারে ১৮টি শট নেওয়া উরুগুয়ে পরের গোলটি পায় ৭৭ মিনিটে। ম্যাক্সিমিলিয়ানো আরাহো করেন গোলটি। এরপর ৮১ মিনিটে ভালভার্দে ও ৮৭ মিনিটে বদলি নামা রদ্রিগো বেনটাকুর গোল করে কোপা আমেরিকার সর্বাধিক ১৫ শিরোপা জেতা উরুগুয়েকে বড় জয় এনে দেন।

অন্যদিকে, ম্যাচের অন্য খেলায় পানামা ২-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে।

আগামীকাল  ভোর চারটায় কলম্বিয়া ও কোস্টারিকার খেলা অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ৭টায় প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যকার মাচের বল গড়াবে মাঠে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ