25 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সাফের সেমিফাইনালে বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভুটানকে উড়িয়ে ১৪ বছর পর সাফের সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ। বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।

যদিও খেলার শুরুতে গোল খেয়ে বসে হাভিয়ের কাবরেরার দল। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে লিড নেয় ভুটান। নামগিলের গোলে ভুটান শুরুতে এগিয়ে গেলেও বাংলাদেশ মোরসালিনের গোলে সমতা ফেরায় ২২ মিনিটে। ৩০ মিনিটে ভুটানের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে গেছে। তৃতীয় গোলটিও পেয়ে যায় ৩৬ মিনিটে। বাংলাদেশ এগিয়ে ৩-১ ব্যবধানে।

আগের ম্যাচের তৃতীয় গোলদাতা শেখ মোরসালিন দারণ এক শটে দলকে ম্যাচে ফিরিয়েছেন। রাকিবের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া মোরসালিন বাঁ পায়ের বুলেট গতির শট মুহূর্তেই ভুটানের জাল কাঁপিয়েছে। আক্রমণে যাওয়া বাংলাদেশ এগিয়ে যায় ৩০ মিনিটেই। এই গোলটিরও নেপথ্যেও ছিলেন মোসরাসিল। মোরসালিনের ক্রসে রাকিবের রিসিভ করার পর ভুটানের মান্থশো জিগমের শরীরে লেগে জড়িয়ে যায় জালে। ৩৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ে আরও।

দ্বিতীয়ার্ধে গোল হয়নি আর। শেষ পর্যন্ত ৩-১ গোলে শেষ হয় ম্যাচ।

তিনটি ম্যাচ জিতে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ সেরা হয়েছে লেবানন। তাদের পয়েন্ট ৯। বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে। ভুটানের পয়েন্ট শূন্য।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ