17 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » শোলাকিয়ার থাকছে ঈদ স্পেশাল ট্রেন

শোলাকিয়ার থাকছে ঈদ স্পেশাল ট্রেন


বিএনএ,ডেস্ক : শোলাকিয়ার ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য জোড়া ট্রেন থাকছে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে একটি ট্রেন ময়মনসিংহ থেকে ও আরেকটি ভৈরব থেকে কিশোরগঞ্জে পৌঁছাবে।

বুধবার (২৮ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ময়মনসিংহ জংশন থেকে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামের বিশেষ একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে। ঈদের নামাজ শেষে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে। ট্রেনটি শম্ভুগঞ্জ, বিসকা, গৌরীপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ি, নান্দাইল রোড, মুসুল্লি, নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে ভৈরব জংশন থেকে ভোর ৬টায় আরেকটি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জ অভিমুখে ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। নামাজ শেষে আবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে। পথে কালিকাপ্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি, গচিহাটা ও যশোদল স্টেশনে যাত্রাবিরতি করবে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ