24 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে আলভি নামের দুই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার ( ২৮ জুন) বিকেল ৫টায় উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কচুয়া গ্রামের কাশেম মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আলভি ওই বাড়ির মেজবাহ উদ্দিন রুবেলের পুত্র।

আলভির দাদা আবুল কাশেম মেম্বার জানান, মঙ্গলবার বিকেলে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে অবস্থিত পুকুরের পানিতে পড়ে যায় আমার তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজ করতেই পানিতে তার নিথর দেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

উল্লেখ্য, গত সোমবারেও উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে এক ২ বছরের মৃত্যু হয় পুকুরে ডুবে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দনি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ