30 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনা শনাক্ত ১২ জনের

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৭ জন মারা গেছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৭ হাজার । মৃতের মধ্যে ১ জন নগরের এবং ৬ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৮ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৫৮ জন, বিআইটিআইডি ল্যাবে ২০ জন, চমেক ল্যাবে ২৯ জন এবং সিভাসু ল্যাবে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯২টি নমুনা পরীক্ষা করে ৪৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩০টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৫১টি। আক্রান্তদের মধ্যে নগরীতে ২২৭ জন এবং উপজেলায় ১০০ জন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ