বিএনএ, চট্টগ্রাম: শিক্ষার্থীদের নিয়ে ভূমি আড্ডা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক মুক্ত আলোচনার মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে সম্পন্ন হলো তিনদিন ব্যাপী ভূমি মেলা। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, ডা. মহসিন খান তরুণ, সার্ভেয়ার কাজল মিয়া, মাহমুদুল হাসান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব।
এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ভূমি আড্ডা এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ৩ দিন ব্যাপী ভূমিমেলায় ই-নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ভূমি মেলার লক্ষ্য। পরে এ উপলক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ইউএনও রহমত উল্লাহ বলেন, ভূমি মেলার মাধ্যমে উপজেলা পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ ঘরে বসে অনলাইনে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন। ভূমি মেলা থেকে সেবা গ্রহণ ও ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ভোগান্তি কমাতে শিক্ষার্থীদের নিয়ে এ ভূমি আড্ডার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিদের সন্মাননা ক্রেস্ট ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/ শাম্মী