16 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আরও তিন উপজেলা নির্বাচন স্থগিত

আরও তিন উপজেলা নির্বাচন স্থগিত

উপজেলা নির্বাচনের তারিখ জানাল ইসি

বিএনএ, ঢাকা : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির কারণে আরও তিন উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তিনটি উপজেলায় স্থগিত হওয়ায় বুধবার (২৯ মে) ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রিমালের প্রভাবের কারণে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, কচুয়া, ও নেত্রকোনা খায়লিয়াজুরি উপজেলা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। এখনো চিঠি হয়নি। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ও বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত হয়েছে।

রিমালে ক্ষয়ক্ষতির কারণে সোমবার ১৯ উপজেলা নির্বাচন স্থগিত করে ইসি।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ