বিএনএ ডেস্ক : রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হওয়া বৃষ্টিতে পৃথক পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই নারীসহ ৪ জন মারা গেছেন। সোমবার রাতে খিলগাঁও, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতেরা হলেন– মরিয়ম বেগম (৪৫), মো. রাকিব (২৫) , লিজা আক্তার (১৫) ও আল আমিন (১৭) ।
বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় তাদের ৪ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
লিজা আক্তারের বোন মরিয়ম জানান, ‘আমরা যাত্রাবাড়ীর দরবার শরীফ এলাকায় ভাড়া থাকি। আমার বোন বাসার পাশে টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। রাত পৌনে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলা এলাকায়।’
মরিয়ম বেগমের ছেলে ইয়ামিন বলেন, ‘খিলগাঁও সিপাহিবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটি ধরলে মা অচেতন হয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় মাকে উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান মা বেঁচে নেই।’
অন্যদিকে খিলগাঁও তালতলার একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোভ্যানে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে অচেতন হন ভ্যানচালক মো. রাকিব। খালাতো ভাই নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন। রাকিব ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
অপরদিকে বাড্ডা জিএম বাড়ি এলাকায় একটি স’মিলের সামনে রাস্তার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন অচেতন হয়ে পড়ে। পরে তার সহকর্মী জাহিদ হোসেন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন ।
জাহিদ আরো জানান, আল আমিন ওই এলাকায় যশোর টিম্বার স’মিলে কাজ করতো। রাত সাড়ে ১১ টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তায় পানিতে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় । পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। বাড্ডা এলাকায় ভাড়া থাকতো আল আমিন। নড়াইল লোহাগড়া কাশেমপুর গ্রামের বাড়ি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো,বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় গুলো নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি