21 C
আবহাওয়া
৯:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বসতঘরে আগুন, মা-সন্তানসহ ৩ জন নিহত

চট্টগ্রামে বসতঘরে আগুন, মা-সন্তানসহ ৩ জন নিহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে  বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের নারী-শিশুসহ ৩ জন নিহত হয়েছে।  রোববার (২৮ মে) ভোর রাত ৫টার দিকে বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার সন্তান মারুফ (১) ও প্রতিবেশী মো. ঈমাম উদ্দিন (২৩)।এ ঘটনায় ফিরিয়া (৩) নামে এক শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ড বার্ন ইউনিটে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক ।

পুলিশ জানায়, তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরে মা ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয় জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ