18 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কুসিক নির্বাচন: নৌকার মেয়র প্রার্থীকে জরিমানা

কুসিক নির্বাচন: নৌকার মেয়র প্রার্থীকে জরিমানা

নৌকার মেয়র প্রার্থীকে জরিমানা

বিএনএ, ‍কুমিল্লা : প্রথম দিনেই কুমিল্লায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মে) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে গাড়িতে পোস্টার সাঁটিয়ে নির্বাচনী প্রচার চালানোয় এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা প্রসঙ্গে তিনি বলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন নৌকা প্রার্থীর সমর্থকরা। যানবাহনে নির্বাচনী পোষ্টার লাগানোর দায়ে ঢুলিপাড়া এলাকায় তাদেরকে তাৎক্ষনিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামনের দিনের জন্য সতর্ক করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দিনের মতো চলছে প্রার্থীদের প্রচার। এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা করায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ