24 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২ পালন

নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২ পালন

চাঁদপুরে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন

বিএনএ ডেস্ক: ‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’ এ প্রতিপাদ্য সামনে রেখে দেশব্যাপী নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনদিনব্যাপী বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এজেডএম জালাল উদ্দিন (সি), পিসিজিএম এনডিসি, পিএসসি, বিএন, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম; সংসদ সদস্য এস এম শাহজাদা; নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী; বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী।

চাঁদপুরে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২২
বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারসহ অতিথিগণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক; নৌ বাণিজ্য দপ্তর চট্টগ্রামের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন মো. গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সাবেক প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু; নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মনজুরুল কবীর। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সহসভাপতি বদিউজ্জামান বাদশা; বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনে এর ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ বাংকার সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার; বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া।

অতিথি বৃন্দ ফতুল্লা থেকে নৌযানে চাঁদপুরে অনুষ্ঠান স্থলে যান। চাঁদপুর শিল্পকলা একাডেমীতে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বিকেল ৩ টায় গজারিয়া (মধ্যনদী) মুন্সিগঞ্জে যান নৌ-প্রতিমন্ত্রী। বিআইডব্লিউটিএর নৌদুর্ঘটনা কবলিত নৌযান উদ্ধার মহড়া কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ