বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১৩ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে চারজন এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৩ জন মারা যান।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহী দুইজন, খুলনায় ছয়জন, সিলেট একজন এবং রংপুর বিভাগে দুইজন মারা যান।
বিএনএ/ ওজি