30 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » প্রেমিকের সঙ্গে ভাইয়ের ঝগড়া, প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে ভাইয়ের ঝগড়া, প্রেমিকার আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে প্রেমিকের সঙ্গে ভাইয়ের ঝগড়ার জেরে সুমি আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ মে) রাত ৩টার দিকে  বন্দর থানার আজাদ কলোনিতে এ ঘটনা ঘটে। সুমি আক্তার বন্দর থানা এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডের আজাদ কলোনির মো. আলীর মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ওই কিশোরীর সঙ্গে আরিফ নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর ভাইয়ের সঙ্গে আরিফের কথা কাটাকাটি হয়।

রাতে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত গোষণা করে বলে তিনি জানান।

এ ঘটনায় বন্দর থানায় ইউডি মামলা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Total Viewed and Shared : 129 


শিরোনাম বিএনএ