27 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে গার্মেন্টস কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে গার্মেন্টস কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে গার্মেন্টস কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সংবদ্ধ ধর্ষণের দায়ে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী সরকারী কোয়াটার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুর রহমান সুমন (২৮) মেহেদী হাসান জনি (৩২) ও মো. আলম (২৫)।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন,  বৃহস্পতিবার রাত ৯টার দিকে গার্মেন্টস কর্মী ওই নারী তার পূর্ব পরিচিত সহকর্মী সালাউদ্দিন আহম্মদ মুন্নার সঙ্গে দেখা করতে যায়। এসময় সাইফুর রহমান সুমন ও মেহেদী হাসান জনি মুন্নাকে মারধর করে একপর্যায়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। তখন তিনি হতভম্ব হয়ে ঘটনাস্থল থেকে কয়েক বিল্ডিং পরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এসময় জনি ও সুমন  ওই নারীকে সরকারি কোয়ার্টার ২নং বিল্ডিংয়ের নিচতলার পরিত্যক্ত রুমে নিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করেন। তখন পাহারায় ছিল আলম। ধর্ষণ শেষে জনি ও সুমন  মুন্নাকে ধরে এনে ওই নারীর সঙ্গে পাশাপাশি দাঁড় করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মোবাইল ফোনে ছবি তোলে মারধর করে ছেড়ে দেয়।

তিনি বলেন, রাত ১টার দিকে ওই নারী থানায় এসে অভিযোগ দিলে ঘটনার সত্যতা পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ