আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী সাধারণ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এ জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যেগ নেবে। তিনি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ করে বলেন, সবাইকে বলছি— এই নির্বাচনে অংশ নিতে। তবে যারাই বাধা দেবে তাদের প্রতিহত করা হবে।
শুক্রবার(২৮ এপ্রিল২০২৩) বনানী কবরস্থানে শহিদ শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, হত্যা, যড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছে না। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।
বিএনএনিউজ২৪,জিএন