বিনোদন ডেস্ক: কদিন আগেই উড়ে গিয়েছিলেন কলকাতা। ঝুলিতে নিয়ে এসেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেই রেশ না কাটতেই পরী সামাজিক মাধ্যমে জানালেন তিনি একজনের কাঁধে চড়ে দুনিয়া ঘুরতে চান। সে আর কেউ না, তারই একরত্তি সন্তান রাজ্য।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরী। সেখানে দেখা গেছে, পুত্র রাজ্য নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মায়ের বুকে। আর সেই ফাঁকে ঘুমন্ত রাজ্যকে সেলফি বন্দি করেছেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি তোর কাঁধে চড়ে ঘুড়ব পুরো দুনিয়া। বাজান আমার, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা তো।’
পুত্র রাজ্যকে সবসময় বুকের কাছে রাখেন পরী। ব্যস্ততা বা অবসর কখনও নিজের থেকে দূরে রাখেন না। কতেকদিন আগে সাত মাসে পা রেখে রাজ্য। কেক কেটে বেশ আয়োজন করে তা উদযাপন করেছেন এ নায়িকা। সন্তানের মুখে ভাতও দিয়েছেন সোনার চামচ দিয়ে।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
বিএনএনিউজ২৪/ এমএইচ
Total Viewed and Shared : 151