19 C
আবহাওয়া
৬:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাই পৌরসভায় পার্কিং টোলের নামে অর্থ আদায় বন্ধের নির্দেশ

ধামরাই পৌরসভায় পার্কিং টোলের নামে অর্থ আদায় বন্ধের নির্দেশ

ধামরাই পৌরসভায় পার্কিং টোলের নামে অর্থ আদায় বন্ধের নির্দেশ

বিএনএ,সাভার : ঢাকার ধামরাইয়ে পৌরসভা এলাকার সড়কে চলমান গাড়ি থেকে ইজারাদারদের নামে পার্কিং টোলের নামে অর্থ আদায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

নির্দেশে বলা হয়, ধামরাই পৌরসভার ইজারাদারের নাম দিয়ে মহাসড়কে ইজারা বিজ্ঞপ্তি ও সড়কে চলমান গাড়ি থেকে পার্কিং টোল তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এই অর্থ আদায় বন্ধ ও বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়।

প্রসঙ্গ, ধামরাইয়ে সড়কে কোন ইজারা না দেয়া হলেও অভিযোগ রয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও পৌরসভার মেয়রের অনুসারী সারোয়ার মাহবুব তুষারের লোকজন ইজারার নাম করে চাঁদা তুলে থাকে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ