স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তেঁতুলতলা কলাবাগান মাঠে থানা ভবন নির্মাণ হচ্ছে না। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কলাবাগান তেঁতুলতলা মাঠ বর্তমান অবস্থায় যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। এখানে কোনো থানা ভবন কিংবা অন্য কোনো স্থাপনা নির্মাণ করা হবে না। বর্তমানের মতো এলাকাবাসী এটি ব্যবহার করবে। তবে পুলিশের সম্পত্তি হিসেবে পুলিশ জায়গাটির দেখভাল করবে।
এর আগে গতবুধবার (২৭ এপ্রিল) রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠে আপাতত থানা নির্মাণ করা হবে না, বিকল্প জায়গা খোঁজা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলাবাগান তেঁতুলতলা যে মাঠ নিয়ে আন্দোলন চলছে, সেটি কখনোই মাঠ ছিল না। এটি একটি খাসজমি। জেলা প্রশাসক এটি বরাদ্দ দিয়েছেন থানা ভবন নির্মাণের জন্য।