বিএনএ বিশ্বডেস্ক : যুদ্ধের জন্য ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর দেয়া অস্ত্রের বিশাল চালান ধ্বংস করেছে রুশ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার(২৭ এপ্রিল) এ তথ্য জানায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যাপরোজিয়া শহরের অ্যালুমিনিয়াম শিল্প কারখানায় অস্ত্রের গুদাম প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে ক্যালিবার ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়। কৃষ্ণসাগরে অবস্থানরত নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে ওই ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
এদিকে গতরাতে রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইউক্রেনের সামরিক বাহিনীর ৫৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে সোমবার মস্কো জানিয়েছিল, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত ছয়টি রেলওয়ে কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এসব স্টেশন পশ্চিমা অস্ত্র বহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
বিএনএ/ ওজি