বিএনএ, ঢাকা : করোনাকালীন সময়ে দেশের ৮ বিভাগের হাসপাতালগুলির মধ্য থেকে এই মুহুর্তে মোট ৭ হাজার ৯৭২টি কোভিড জেনারেল বেড এবং ৪৫৩ টি কোভিড আইসিইউ বেড খালি রয়েছে।
বুধবার (২৮এপ্রিল ) সরকারি এক তথ্য বিবরণীতে হাসপাতাল সমূহের বরাত দিয়ে জানানো হয়, দেশের ৮ বিভাগে এই মুহুর্তে মোট কোভিড ডেডিকেটেড জেনারেল শয্যাসংখ্যা ১২ হাজার ২৬০ টি এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা ১ হাজার ৬৯ টি। এগুলোর মধ্য থেকে বহু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় এখন উল্লিখিত বেডগুলো খালি হয়েছে।
উল্লেখ্য, আট বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোতে মোট জেনারেল বেড সংখ্যা ৫ হাজার ৫৩৯টির মধ্যে খালি রয়েছে ৩ হাজার ১০২ টি, মোট আইসিইউ ৭৫৯ টির মধ্যে ৩২৬ টি। এই হাসপাতালগুলির মধ্যে সরকারি রয়েছে ১৩টি এবং বেসরকারি রয়েছে ১৩ টি হাসপাতাল।
ঢাকা মহানগরের ১৩ টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের শয্যা সংখ্যাগত পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ঢাকা মেডিকেল (ফোন-০১৭১৫১৯১৩০৩) এর ৭০৫ টি বেডের মধ্যে খালি রয়েছে ২১৮ টি, মোট আইসিইউ ২০ টির মধ্যে কোন বেড এখন খালি নেই। বিএসএমএমইউ (ফোন-০১৩০৯৯৮৮৮১০) এর মোট ২৩০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১০০টি, মোট আইসিইউ ২০ টি বেডের মধ্যে খালি রয়েছে ৮ টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের (ফোন-০১৭৬৯০১০২০১) এর মোট ৩০০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ২২ টি, মোট আইসিইউ বেড ১০ টির মধ্যে কোন বেড খালি নেই, মুগদা জেনারেল হাসপাতালের (ফোন-০১৭১১৯৭১৫১২) এর মোট ৩৬০ টি জেনারেল বেডের মধ্যে বর্তমানে খালি রয়েছে ২১৬ টি, মোট আইসিইউ বেড ১৯ টির মধ্যে খালি আছে মাত্র ১ টি, কুয়েত মৈত্রি হাসপাতালের (ফোন-০১৭১১৩০৭০৬৯) এর মোট ১৬৯ টি জেনারেল বেডের মধ্যে খালি আছে ১০১ টি এবং মোট ২৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৫ টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের (ফোন-০১৮১৯২২১১১৫) এর মোট ১৭৪ টি সাধারণ বেডের মধ্যে খালি রয়েছে ৯৮ টি এবং মোট ১৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৭ টি, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের (ফোন-০১৭১২১৬৯৫৯০) এর মোট ২৮৮ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮০ টি এবং মোট ১০ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ২ টি, সরকারি কর্মচারী হাসপাতালের (ফোন-০১৭১৫৬৩৫৯০৫) এর মোট ৯৪ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৬৫ টি এবং ৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৩ টি, রাজারবাগ পুলিশ হাসপাতালের (ফোন-০১৭৬৯০৫৮১১৯) এরমোট ৪৮৫ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৩৫৬ টি এবং মোট ১৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১০ টি। সংক্রামক ব্যাধি হাসপাতালের (ফোন-০১৭১২৪৭৯০৭৪) এর মোট ১০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৮ টি, এন.আই.সি.ভি.ডি হাসপাতালের (ফোন-০১৭১৮৬৬৮৫১৬) এর মোট ১৩৭ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১২৩ টি, টিবি হাসপাতালের (ফোন-০১৭১৬২০৬৫৮৮) এর মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৫ টি এবং মোট ৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি, ডিএনসিসি হাসপাতালের (ফোন-০১৭৬৯০১৮১৮৩) এর মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৭ টি এবং মোট ১০০টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১৭ টি।
বিএনএনিউজ২৪/এসজিএন