বিএনএ, চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ইরফান হাসান মান্নান তানিম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার (২৮ মার্চ) কোতোয়ালী থানার কাজীর দেউড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তানিম বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী সাইর মো. চৌধুরী বাড়ির ডা. এম এ মান্নানের ছেলে। তবে বর্তমানে তিনি কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার ভাণ্ডারি মাজার সংলগ্ন ডা. এম এ মান্নানের বিল্ডিংয়ের বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, আসামিকে পেনাল কোডসহ বিস্ফোরক উপাদান আইনে গ্রেপ্তার করা রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ