বিএনএ, বিশ্বডেস্ক : অস্ট্রেলিয়ায় আগামী ৩ মে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এবারের ভোটে ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে লিবারেল-ন্যাশনাল জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, তার সরকার দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। স্থানীয় গণমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, ৩ মে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০২২ সালে দীর্ঘ এক দশকের রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে আলবানিজের নেতৃত্বাধীন বামপন্থী লেবার পার্টি। তবে সাম্প্রতিক জরিপ বলছে, এবারের নির্বাচনে রক্ষণশীল বিরোধী দল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।
আলবানিজের মধ্য-বামপন্থি লেবার পার্টি ২০২২ সালের মে মাসে ক্ষমতা গ্রহণ করে। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারানো কনজারভেটিভ সরকারকে ক্ষমতাচ্যুত করে তার দল।
শুরুতে আলবানিজের (৬২) সরকারকে ঘিরে আশা-প্রত্যাশা ও উৎসাহ থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে তার দল। তিন বছর মেয়াদের শেষ পর্যায়ে এসে আলবানিজের সরকারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জনমত জরিপে ডানপন্থি নেতা পিটার ডাটন (৫৪) ও বর্তমান প্রধানমন্ত্রী আলবানিজ প্রায় একই ধরনের জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা।
এই নির্বাচনের ফলাফল শুধু অস্ট্রেলিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বরং দেশটির অর্থনীতি ও আন্তর্জাতিক নীতির দিকেও বড় প্রভাব ফেলবে। এখন অপেক্ষা, ৩ মে’র নির্বাচনে অস্ট্রেলিয়া কোন পথে এগোবে—আলবানিজের নেতৃত্ব অব্যাহত থাকবে, নাকি রক্ষণশীলরা ফিরবে ক্ষমতায়?
বিএনএনিউজ/এইচ.এম।