17 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে মাদক মামলার সাক্ষীর ওপর হামলা

মিরসরাইয়ে মাদক মামলার সাক্ষীর ওপর হামলা


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে বিজিবি কর্তৃক মাদক উদ্ধার মামলার সাক্ষী হওয়ায় ফখরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ওপর হামলা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর নিচুতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ফখরুল ইসলাম জানান, চলতি বছরের ৯ জানুয়ারি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধীনস্থ “বি” কোম্পানি অলিনগর (বিওপি) ক্যাম্পের সদস্যরা  পশ্চিম অলিনগর নিচুতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় নুরুল হুদা ডাক্তার বাড়ির মৃত নুরুল হুদার পুত্র মোঃ লিয়াকত হোসেন শিপুল (৩৫) কে ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের ৪৯৫ পিস ইয়াবা সহ আটক করে। ঐসময় স্থানিয় আজিজুল হক, ফখরুল ইসলাম ও আলমগীর প্রকাশ দেলোয়ার হোসেন সহ তিনজন বিজিবির উপস্থিত সাক্ষী হয়। মাদক উদ্ধারের ঘটনায় বিজিবি সদস্যরা মামলা রজু করে আসামিকে কোর্টে প্রেরণ করে।  মাদক কারবারি শিপুল প্রায় ১ মাস জেল খেটে গত ৩ ফেব্রুয়ারি জামিনে বের হয়ে আসে।  মাদক মামলার সাক্ষী হওয়ার জেরে শিপুল কয়েকজন সহযোগীদের নিয়ে তার ওপর হামলা করে গুরুতর আহত করে।

হামলার ঘটনায় ফখরুল ইসলাম শিপুল সহ ৬ হামলাকারীর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত নুরুল হুদা’র পুত্র শিপুল (৩৫), শওকত (৪২) ও শাকিল (৩০), কামাল উদ্দিনের পুত্র ফারুক (২৮) শওকত এর পুত্র শরিফ (২০) এবং বাবনের পুত্র শাহাদাত (২০)।

অভিযোগের তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম জানান, অলিনগর এলাকায় ফখরুল ইসলাম নামে একজনের ওপর হামলার অভিযোগ পেয়েছি। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে উদ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মতো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম জানান, মাদক মামলার সাক্ষীর ওপর হামলার ঘটনা উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ