33 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - মে ২৮, ২০২৩
Bnanews24.com
Home » মাথায় হ্যান্ড ট্রলির রড ঢুকে যুবকের মৃত্যু
নোয়াখালী সব খবর

মাথায় হ্যান্ড ট্রলির রড ঢুকে যুবকের মৃত্যু


বিএনএ, নোয়াখালী:  নোয়াখালীর চাটখিল উপজেলায় মাথায়  হ্যান্ড ট্রলির রড ঢুকে এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাটখিল মারকাজ মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.আলমগীর হোসেন (৩৫) নেত্রকোনা জেলার ভারহাটা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি চাটখিলের ভীমপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে  চাটখিল বাজার থেকে একটি হ্যান্ড ট্রলিতে অতিরিক্ত রড বোঝাই করে পার্শ্ববতী একটি বাড়িতে যাচ্ছিলো আলমগীর। যাত্রা পথে সোনাইমুড়ী মুখি চাটখিল মারকাজ মসজিদের সামনে পৌঁছলে অতিরিক্ত রড বোঝাইয়ের কারণে হ্যান্ড ট্রলির সামনের অংশ ভেঙ্গে গাড়িতে থাকা রড তার মাথার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  পুলিশ যাওয়ার আগে নিহতের স্ত্রী ও মা মরদেহ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ