26 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে শিক্ষা বিভাগে নবীনবরন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে শিক্ষা বিভাগে নবীনবরন অনুষ্ঠিত


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ ) বেলা ১২ টায় শিক্ষা বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপিকা নওরীন ইয়াসমিন ও ফাতেমা বেগম পপি, সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ এবং সৈয়দ মো. সিয়াম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী শাফি মাহবুব।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের ১ম ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভ(সিআর) তাসনিম সুলতানা এবং শাহাদাত হোসাইন। এরপর আমন্ত্রিত শিক্ষকগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে বিপ্লব মল্লিক বলেন, “আমাদের দেশে নোবিপ্রবিতেই একমাত্র শিক্ষা অনুষদ চালু রয়েছে। তোমরা হচ্ছো শিক্ষা বিভাগের ৪র্থ ব্যাচ। বর্তমান যুগে শিক্ষা ছাড়া কিছু কল্পনা করা যায় না। আমাদের দেশে শিক্ষার কর্মক্ষেত্র ব্যাপক। শিক্ষা বিভাগ থেকে পাশ করা কোন গ্র্যাজুয়েট বেকার থাকে না। একটু ইচ্ছাশক্তি থাকলেই শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে সাফল্য পেয়ে যায়। এছাড়া বিসিএসে রয়েছে শিক্ষা বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য আলাদা কোটার ব্যবস্থা। শিক্ষার্থীরা দেশের গন্ডি পেড়িয়ে বাইরের দেশে যাচ্ছে স্কলারশীপ নিয়ে। বিশ্বের প্রায় সব নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিষয়টি পড়ানো হয় তাই এর পরিধি বিশাল।“

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আইসিসি'র প্রধান কৌঁসুলি করিম খান রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারে-স্বরাষ্ট্র উপদেষ্টা শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ রাষ্ট্রের সংবিধান সংস্কারে বিএনপির প্রস্তাবনা পেশ আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ২৪ অগ্রসর হচ্ছে বঙ্গোপাসাগরে সৃষ্ট নিম্নচাপটি বোয়ালখালীতে বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক ২ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত