কর্ণফুলীর আবদুল আজিজ (রহ.)’র ৬৮তম বার্ষিক ওরশ মঙ্গলবার
26 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীর আবদুল আজিজ (রহ.)’র ৬৮তম বার্ষিক ওরশ মঙ্গলবার

কর্ণফুলীর আবদুল আজিজ (রহ.)’র ৬৮তম বার্ষিক ওরশ মঙ্গলবার

কর্ণফুলীর আবদুল আজিজ (রহ.) ৬৮তম বার্ষিক ওরশ মঙ্গলবার

বিএনএ,চট্টগ্রাম : মঙ্গলবার ( ২৯ মার্চ) কর্ণফুলী উপজেলার উত্তর চরলক্ষ্যা শাহ সূফী সৈয়্যদ আবদুল আজিজ আল নকশবন্দী মুজাদ্দেদী (রহ.) ৬৮তম বার্ষিক ওরশ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাদে ফজর খতমে কোরআন, বাদে এশা মিলাদ মাহফিল ও জিকির এবং রাত ১২টায় আখেরি মুনাজাত ও তবারুক বিতরণ।

এতে জাতি, ধর্ম, নির্বিশেষে সকলকে শরীক হয়ে বাবাজান কেবলার রুহানি ফয়েজ হাসিল করার আহ্বান জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল গফুর ও সদস্য সচিব জিএম আনু মিয়া মেম্বার এবং মাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিানয়ার মোহাম্মদ ইসমাইল।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ