21 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হেফাজতের হরতালে সাড়া দেয়নি চট্টগ্রাম

হেফাজতের হরতালে সাড়া দেয়নি চট্টগ্রাম

হেফাজতের হরতালে সাড়া দেয়নি চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম: হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রাম নগরীতে তেমন প্রভাব নেই। স্বাভাবিক ছিলো গাড়ি চলাচল। এছাড়া নগরীর বিভিন্ন অফিস পাড়ায় কাজকর্ম অন্যান্যদিনের মতো স্বাভাবিক।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর কাজীর দেউড়ি, ওয়াসা মোড়, টাইগার পাস, নিউমার্কেটসহ বিভিন্ন স্পটে ঘুরে দেখা যায়, রিকশা, অটোরিকশা, টেম্পু, হিউম্যান হলার, সিটিবাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল করছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাদের প্রতিরোধে পাল্টা কর্মসূচি দিয়ে সকাল থেকেই মাঠে নামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রাম নগরের প্রধান সড়ক কালুরঘাট বিমানবন্দর সড়কে যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। সব কিছুই স্বাভাবিক ছিল। এছাড়া নগরের কোথাও পিকেটিং বা অপ্রীতিকর কিছু হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, গতকাল রাতে হরতালে সব ধরনের পরিবহন চলাচলের ঘোষণা দিয়েছিলাম। সেই অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক ছিল। হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়েনি।

উল্লেখ, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে শুক্রবার রাজধানী, চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরতদের ওপর পুলিশি হামলা ও চার জন নিহত হওয়ার ঘটনায় রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করে হেফজতে ইসলাম।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ