20.7 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জঙ্গি সংগঠনগুলো হেফাজতের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি সংগঠনগুলো হেফাজতের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই-স্বরাষ্ট্রমন্ত্রী 

বিএনএ, ঢাকা : হেফাজতে ইসলামের সঙ্গে জঙ্গি সংগঠনগুলো সম্পৃক্ত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।গত ২৬ মার্চ   আন্দোলনকারীদের হত্যা ও হামলার প্রতিবাদে রোববার হরতাল পালন করছে হেফাজতে ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী  আরও বলেন, এটা থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে তাদের রণ কৌশলগুলো…বাঁশের কেল্লা ইনভলব হওয়া, এখানে মনে হচ্ছে, এটা স্পষ্টই প্রতীয়মান হয়, এগুলো হয়তো আগে যে জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার জন্য প্রয়াস পেয়েছিল, তারাই এখানে আবার নতুনভাবে সম্পৃক্ত হয়েছে আমাদের মনে হচ্ছে। আমরা সবকিছু তলিয়ে দেখছি। যে যেখানে থাকুক আমরা কাউকে ছাড় দেবো না।’

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ