31 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, মাওলানা হাক্কানিসহ নিহত ৪

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, মাওলানা হাক্কানিসহ নিহত ৪


বিএনএ, ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে জামিয়াত উলেমা-ই-ইসলাম-সামী (জেইউআই-এস)-এর প্রধান মাওলানা হামিদুল হক হাক্কানিসহ অন্তত চারজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। নওশেরা জেলার আকোড়া খাট্টাক এলাকায় অবস্থিত দারুল উলুম হাক্কানিয়া মসজিদে জুমার নামাজের পর এ বিস্ফোরণ ঘটে।

এ দিকে কেপির সেন্ট্রাল পুলিশ অফিসের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দারুল উলুম হাক্কানিয়ার মসজিদের ভেতরে ঘটে যাওয়া বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল।

এতে মাওলানা হামিদুল হক হাক্কানি নিহত হয়েছেন। তিনি প্রয়াত জেইউআই-এস নেতা মাওলানা সামিউল হক হাক্কানির ছেলে।

খাইবার পাখতুনখোয়ার ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ স্থানীয় সংবাদ চ্যানেলগুলোকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাওলানা হামিদুল হক হাক্কানিই ছিলেন হামলাকারীর প্রধান লক্ষ্যবস্তু।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, জুমার নামাজ চলাকালীন হামলাকারী মসজিদের পাশের গেট দিয়ে প্রবেশ করে এবং পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের পর উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করে।লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ)-এর এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি পরিষেবাগুলো প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ