বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিল এলাকায় এসি বিস্ফোরণে বিয়াম ফাউন্ডেশনের এক কর্মচারী নিহত হয়েছেন। তার নাম আব্দুল মালেক খান (৪০)। তিনি ফাউন্ডেশনের অফিস সহকারী ছিলেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মালেক খান পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের মৃত আলী খানের ছেলে। মালেক বিয়াম ফাউন্ডেশনেই থাকতেন।
নিহতের ভাই সোহেল খান জানান, আমার ভাই বিয়াম ফাউন্ডেশনে অফিস সহকারী হিসেবে কাজ করতেন । রাতে তিনি অফিসেই ঘুমান। রাতে কোনো একসময় কক্ষের এসি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন আমার ভাই। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন। কি কারনে এসি বিস্ফোরণ হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ,সকালের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।