26 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » যে কারণে দক্ষিণ কোরিয়া সফরে মার্ক জুকারবার্গ

যে কারণে দক্ষিণ কোরিয়া সফরে মার্ক জুকারবার্গ

Facebook-এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ

বিশ্ব ডেস্ক:  Facebook-এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সিউলে তার সফরের সময় স্যামসাং ইলেকট্রনিক্স সহ নেতৃস্থানীয় কোরিয়ান প্রযুক্তি কোম্পানি এবং স্টার্টআপগুলির ব্যবসায়িক কর্মকর্তাদের সাথে দেখা করবেন, বুধবার(২৮ ফেব্রুয়ারি) দি কোরিয়ান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও জাপান সফর শেষে মঙ্গলবার রাতে কোরিয়ায় পৌঁছেছেন।

এটি ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে জুকারবার্গের প্রথম কোরিয়া সফর।

সূত্র জানায়, জুকারবার্গ সিউলে থাকার সময় স্যামসাং ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান লি জায়ে-ইয়ং এবং এলজি ইলেকট্রনিক্সের সিইও চো জু-ওয়ানের সাথে বর্ধিত বাস্তবতা (এক্সআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসার ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করতে পারেন।

তিনি একটি রুদ্ধদার অধিবেশনে দক্ষিণ সিউলে মেটা কোরিয়ার অফিসে কমপক্ষে পাঁচটি অজ্ঞাত XR স্টার্টআপের প্রতিনিধিদের সাথে দেখা করারও কথা রয়েছে, সূত্র জানিয়েছে।

কোম্পানির XR হেডসেট প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার আপাত প্রচেষ্টার অংশ হিসাবে মেটা সরাসরি স্টার্টআপগুলির সাথে বৈঠকের ব্যবস্থা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভারত ভ্রমণ শুরুর আগে দেশ ত্যাগ করার পূর্বে জুকারবার্গ রাষ্ট্রপতি ইউন সুক ইওলের সাথেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

মেটা কোরিয়া বলেছে যে তারা সিউলে জাকারবার্গের সফরের কোন বিবরণ নিশ্চিত করতে পারে না। (ইয়োনহাপ)

বিএনএ,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ