26 C
আবহাওয়া
২:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির মতিগতি ভালো না : কাদের

বিএনপির মতিগতি ভালো না : কাদের


বিএনএ, ঢাকা: বিএনপির মতিগতি ভালো না মন্তব্য করে তাদের ‘খেয়াল’ রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, খেয়াল রাখবেন। এদের (বিএনপি) মতিগতি কিন্তু খারাপ। এখন তারা দেখছে নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব নয়। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেয়া।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন কাদের। মিঠামইন উপজেলা আওয়ামী লীগ এ সুধী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির হাতে ভাঙচুরের লাঠি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদের হাতে ভাঙচুরের লাঠি। শপথ নিতে হবে, অগ্নি-সন্ত্রাস করতে এলে আমরা যে হাতে আগুন দেবে, সেই হাত পুড়িয়ে দেব।

এ সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তৈরি আছেন তো? বুকের পাটা আছে তো? মনের জোর আছে তো? খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। হবে খেলা? কী করে খেলব? বিএনপি তো জানে, নির্বাচনে এলে জামানত থাকবে না। বড় খারাপ অবস্থা, পথ হারিয়ে পদযাত্রা। এটার দৈর্ঘ্যে কমে, প্রস্থে বাড়ে। কী খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চায় (বিএনপি), খেলা হবে। আমরা প্রস্তুত। হাওরের মানুষ শেখ হাসিনা ও নৌকার পাশে আছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কর্মকাণ্ডের কথা স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, তাকে যেতে হবে সংবিধান মেনে। কিন্তু তাকে আমরা ভুলিনি, ভুলব না। আমাদের নেত্রী তাকে খুব শ্রদ্ধা করেন। সারা দেশ তাকে সম্মানের চোখে দেখে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ