চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে সোমবার (২৮ফেব্রুয়ারি) ৪৬.৫ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ১৯২ রান সংগ্রহ করেছে। আফগান স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে ৭১ রানেই ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দল ২শত রানও করতে পারে নি আজ।
এর আগে টস জিতে তামিম ইকবালের দল বেলা ১১টায় খেলা শুরু করে। দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই ৩ম্যাচের সিরিজ জয় করেছে বাংলাদেশ দল।
আফগানিস্তানের স্পিনার রশিদ ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। ডটবল ছিল ৩১টি। মোহাম্মদ নবী ২ উইকেটের বিনিময়ে রান দেন ২৯। ফজল হক ও আজমত উল্লাহ একটি করে উইকেট পান।
বাংলাদেশের পক্ষে
তামিম ইকবাল-—২৫বলের ১১ রান (১ চার)
লিটন দাস-১১৩ বলে -৮৬রান(৭চার)
সাকিব আল হাসান- ৩৬বলে -৩০ রান(৩ চার)
মুশফিকুর রহিম-১৫ বলে-৭রান
ইয়াসির আলী ৪ বলে ১ রান
মাহমুদ উল্লাহ -৫৩ বলে -২৯ রান(অপরাজিত)
আফিফ হোসেন -৬বলে-৫রান (১চার)
মেহেদি হাসান -১২বলে-৬রান
তাসকিন -৬ বলে কোন রান পান নি।
শরীফুল ইসলাম -৯বলে -৭রান
মোস্তাফিজুর রহমান-২ বলে -১ রান
বাংলাদেশের পক্ষে অতিরিক্ত ৯রান যোগ হয়।
বিরতি শেষে ১৯৩ রানের টার্গেট নিয়ে জয়ের লক্ষ্যে খেলতে নামে আফগানিস্তান দল।
আগের নিউজ : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আজ সোমবারের(ভাষার মাসের শেষ দিনে ২৮ ফেব্রুয়ারি) ম্যাচে জয় পেলে পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিবে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই সঙ্গে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশও করার স্বাদও পাবে টাইগাররা। এর আগে ২০১৬ সালে প্রথম সিরিজ খেলেছিলো বাংলাদেশ ও আফগানিস্তান। সে খেলায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ দল।
বিএনএ নিউজ ২৪, জিএন