34 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় যুদ্ধবিরতির ফের আহ্বান পোপ ফ্রান্সিসের 

গাজায় যুদ্ধবিরতির ফের আহ্বান পোপ ফ্রান্সিসের 

the head of the Roman Catholic Church

 বিশ্ব ডেস্ক: পোপ ফ্রান্সিস গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।

শনিবার(২৭জানুয়ারি) ইটালিতে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আবারও  উপরোক্ত আহবান জানান।

রোমান ক্যাথলিক চার্চের(the head of the Roman Catholic Church) প্রধান বলেন, “আসুন আমরা বিশ্বের সহিংসতা এবং সংঘাতের অবসানের জন্য প্রার্থনা করি, দুর্ভাগ্যবশত যেখানে এসব চলছে, অনেক শিশু নিপীড়িত, মৃত্যুবরণ করছে অকালে।তাই সব যুদ্ধ সংঘাত বন্ধ করা উচিত।

যার কারণে, এখনও, , অনেক শিশু ভোগে, শোষিত হতে এবং মারা যায়।”

আফ্রিকার দেশ রুয়ান্ডার একটি এতিমখানার জন্য তহবিল সংগ্রহকারী ইতালীয় অলাভজনক সংস্থার অনুষ্ঠানে শনিবার পোপেএ মন্তব্য করেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৬হাজার ২৫৭ জন নিহত এবং ৬৪হাজার ৭৯৭ জন আহত হয়েছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ