24 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » তিন বছর সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১০ বছর

তিন বছর সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১০ বছর


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে গরু চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদিরকে (৫০) কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২৮ জানুয়ারি) বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাহবুবা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুল কাদির ৩ বছর সাজা এড়াতে ১০ বছর পালিয়ে ছিলেন। তিনি জেলার নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালে আব্দুল কাদিরকে আসামী করে নান্দাইল থানায় গরু চুরির মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর সে জামিনে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিল। এমতাবস্থায় তার অনুপস্থিতিতে আদালত আব্দুল কাদিরকে তিন বছরের সাজা ও ৩ হাজার টাকা জরিমানা করে আদালত। তবে, আব্দুল কাদির পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ