29 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বাবার দাফনের ৮ ঘণ্টা পর মেয়ের জন্ম

বাবার দাফনের ৮ ঘণ্টা পর মেয়ের জন্ম

কক্সবাজার

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মারা যান। পরদিন বেলা ১১টার দিকে তাকে দাফন করা হয়। এর কয়েক ঘণ্টা পর মনিরের স্ত্রী রুশনি জান্নাতের প্রসববেদনা ওঠে। এরপর দ্রুত হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি।

স্থানীয়রা জানান, বাবার মরদেহ দাফনের সাড়ে আট ঘণ্টা পর চকরিয়া পৌর শহরের ম্যাক্স হাসপাতালে জন্ম নেয় শিশুটি। ঘড়ির কাঁটায় অল্প কিছু সময়ের ব্যবধানে বাবার আদর, স্নেহ ও সংস্পর্শ থেকে বঞ্চিত হলো সদ্যোজাত মেয়েটি।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে শাহজাহান মনিরের লিভার ক্যানসার ধরা পড়ে। দেশে কয়েক দিন চিকিৎসা করার পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের হায়দরাবাদের এআইজি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাকে কেমোথেরাপি দেয়ার পরামর্শ দেন। পরে দেশে ফিরে চট্টগ্রামের ক্যানসার বিশেষজ্ঞ আবদুল আউয়ালের তত্ত্বাবধানে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। তবে অবস্থার অবনতি হলে তাকে আবারও হায়দরাবাদে নেয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে গত মঙ্গলবার দেশে ফেরেন তিনি।

শাহজাহানের স্ত্রী রুশনি জান্নাত জানান, সানজিদা হক রাফা নামে তাদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়েশিশু আছে। শাহজাহানই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

রুশনি জান্নাত বলেন, ‘এখন দুই মেয়েকে নিয়ে অথৈ সাগরে পড়েছি। শাহজাহানের চিকিৎসার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে। এখন কীভাবে সংসার চালাব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’

২০১৯ সালের ২৭ জানুয়ারি শাহজাহান-রুশনির বিয়ে হয়। কাকতালীয়ভাবে একই দিনে শাহজাহানের মরদেহ দাফন ও দ্বিতীয় সন্তানের জন্ম হলো।

গত শুক্রবার চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন মাঠে শাহজাহানের জানাজা সম্পন্ন হয়। এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন। তার মৃত্যুতে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফকির উদ্দিন ফরায়জী শোক জানান।

রাজনৈতিক জীবনে শাহজাহান মনির চকরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। পেশায় কাঠ ব্যবসায়ী শাহজাহানের চকরিয়া পৌরসভার তরছঘাট এলাকায় একটি ফার্নিচারের দোকান রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ