25 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অ-১৯ নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-ইংল্যান্ড

অ-১৯ নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-ইংল্যান্ড


বিএনএ, স্পোর্টস ডেস্ক : অনুর্ধ-১৯ নারী বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকায় শুক্রবার প্রথম সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

টস জিতে ভারতের অধিনায়ক শাফালি ভার্মা নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড নয় উইকেটে ১০৭ রান তুলতে সক্ষম হয়। ভারতের পক্ষে লেগ-স্পিনার পারসভাল চোপরা ১৪ রানের  একাই তিনটি উইকেট নেন।

জয়ের লক্ষে খেলতে নেমে ১৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ভারত। ভারতের পক্ষে উদ্বোধনী ব্যাটার সেরওয়াত অপরাজিত ৬১ রান তুলেন।

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায় ইংল্যান্ড। টান টান উত্তেজনার ম্যাচের জয় পরাজয় নির্ধারিত হয় তিন রানে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ১৯.৫ ওভারে ৯৯ রানে অল আউট হওয়া ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন অ্যালেক্সা স্টোনহাউস। এছাড়া গ্রেস স্ক্রাইভেনসের ব্যাট থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে সায়ানা জিঞ্জার ও ম্যাগি ক্লাক তিনটি করে উইকেট নেন।

১০০ রানের জয়ের লক্ষে খেলতে নামা অস্ট্রেলিয়া ১৮.৪ বলে ৯৬ রানে অলআউট হয়। দলের পক্ষে অ্যামি স্মিথ ২৬, ক্লেয়ার মুর ২০ রান করেন। ইংল্যান্ড ৩ রানের জয় পায়। ইংল্যান্ডের হয়ে হান্না বেকার ১০ রানের বিনিময়ে ৩টি ও গ্রেস স্ক্রাইভেনস ৮ রান দয়ে ২ উইকেট নেন।

ইংল্যান্ড

১৯.৫ ওভারে অলআউট ৯৯ (অ্যালেক্সা স্টোনহাউস ২৫, গ্রেস স্ক্রাইভেনস ২০, সায়ানা জিঞ্জার ১৩ রানে তিনটি, ম্যাগি ক্লার্ক ১৫ রানে তিনটি)

অস্ট্রেলিয়া

১৮.৪ ওভারে ৯৬ অলআউট (অ্যামি স্মিথ ২৬, ক্লেয়ার মুর ২০, হান্না বেকার ১০ রানে তিনটি, গ্রেস স্ক্রাইভেনস ৮ রানে দুটি)

ফলাফল : ইংল্যান্ড তিন রানে জিতেছে।

ফাইনাল ম্যাচটি রোববার মার্কস ওভালে অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ