22 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » দিল্লি থেকে তুলে নেয়া হলো কারফিউ

দিল্লি থেকে তুলে নেয়া হলো কারফিউ

দিল্লি থেকে তুলে নেয়া হলো কারফিউ

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনার সংক্রমণ কমে আসায় ভারতের রাজধানী দিল্লিতে জারি করা কারফিউ তুলে নেয়া হয়েছে। খুলে দেয়া হলো রেস্তোরাঁ ও বিপণিবিতান। শুক্রবার (২৮ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, নতুন নির্দেশনা অনুযায়ী রাতে কারফিউ থাকছে না। রেস্তোরাঁ, বার ও প্রেক্ষাগৃহগুলোতে ধারণক্ষমতার অর্ধেক লোক বসানো যাবে। বিয়ের অনুষ্ঠানে অতিথি সংখ্যা ২শ জনের মধ্যে সীমিত রাখতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনাক্তের হার কমে আসায় পর্যায়ক্রমে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত হয়েছিল। এর অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হলো।

করোনার তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে অঞ্চলগুলোর মধ্যে রাজধানী নয়াদিল্লি একটি। ফলে গেল ৪ জানুয়ারি সেখানে কারফিউ জারি করা হয়। তখন স্কুল ও রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল।

এরপর গত সপ্তাহে কিছু বিধিনিষেধ শিথিল করার কথা জানায় কর্তৃপক্ষ। বেসরকারি অফিসগুলোতে আংশিক কর্মী নিয়ে কাজ করার অনুমোদন দেয়া হয়েছিল। তবে লোকজনকে যথাসম্ভব বাসা থেকে কাজ করার পরামর্শ দেয়া হয়।

এদিকে, সরকারি ‍হিসাবে, গত ১৩ জানুয়ারি দিল্লিতে  ২৮ হাজার ৮৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সেই সংখ্যা নেমে চার হাজার ২৯১ জনে এসেছে। শহরের হাসপাতালগুলোর ৮৫ শতাংশের বেশি শয্যা এখন খালি।

ভারতের সরকারি ডা. রাম মানোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক দেশ দীপক বলেন, করোনার আগের ঢেউয়ের চেয়ে বর্তমানে রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া সংখ্যা কম। যারা মারা যাচ্ছেন, তারা আগে থেকেই ক্যানসার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। পাশাপাশি যারা টিকার পূর্ণ ডোজ নেননি, তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ