25 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ১৫৪৪০

করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ১৫৪৪০

করোনায় ২০ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ২০ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনের করোনা শনাক্ত হলো এবং

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের মধ্যে ৯ জন চট্টগ্রামের, ৫ জন ঢাকার, ২ জন রাজশাহীর, ২ জন সিলেটের এবং বরিশাল ও ময়মনসিংহের ১ জন করে আছেন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৩০৮ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ