28 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল ইরান

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল ইরান


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিজেদের বাছাই পর্বের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বী ইরাককে ১-০ গোলে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। এ নিয়ে ইরান ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করল।

৪৮ মিনিটের মাথায় খেলার একমাত্র গোলটি করেন মাহদি তারেমি। এ খেলায় জয়লাভের মাধ্যমে ইরান বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়। অন্যদিকে ইরাক আজকের পরাজয়ের মাধ্যমে পঞ্চম স্থানে থেকে যায়।

তেহরানের আজাদি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হয়।  ৪৮ মিনিটের মাথায় খেলার একমাত্র গোলটি করেন মাহদি তারেমি। অন্যদিকে ইরাক পরাজয়ের মাধ্যমে পঞ্চম স্থানে থেকে যায়।

জেতার ফলে ১৪তম দল হিসেবে এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান।

এদিকে, ইরানের এই গৌরবোজ্জ্বল সাফল্যের পর এক প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা, ইরানি ফুটবল দল, কোচিং স্টাফ ও ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

ইরান ১৯৪৮ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্য হিসেবে রয়েছে। দেশটি ১৯৭৮ প্রথম ফিফা বিশ্বকাপে অংশ নেয়। এরপর ১৯৯৮, ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ