বিএনএ,ঢাকা:চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি।
বৃহস্পতিবার(২৮ জানুয়ারি)লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন,সরকারের সমালোচনা ও ষড়যন্ত্র করেও বিএনপি জনগণের মন জয় করতে পারেনি।তাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।সেখানে আওয়ামী লীগ প্রার্থী জয় হয়েছে।আর এ জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়।
দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন,দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।একটা খারাপ কাজের জন্য দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায়।যারা করবে তাদের দল থেকে বের করে দেয়া হবে।
বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে ফিরে আসার আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন,সড়কে জরুরিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না, টেকসই, মানসম্মত কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তার নেতৃত্বে সমৃদ্ধ আগামি নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি