31 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলছি- প্রধানমন্ত্রী

সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলছি- প্রধানমন্ত্রী

সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলছি- প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে কেউ বলতে পারবে না, বাংলাদেশের সঙ্গে কোনো দেশের বৈরী সম্পর্ক আছে। আমরা মোটামুটি সকলের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলছি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) ২০২০-২০২১ কোর্সের গ্রাজুয়েশন সেরিমনিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ডিএসসিএসসি মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্রটা হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বৈরিতা নয়। এ নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। আর এই নীতিমালা অনুসরণ করেই আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। আমরা একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই কাজ করে যাচ্ছি। তারা তাদের নাগরিকদের ফেরত নেবে, সেটা আমরা চাই।’

বৈশ্বিক মহামারি মোকাবিলার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ তুলে ধরেন, ‘এই করোনাভাইরাস সারাবিশ্বকে একেবারে সব ক্ষেত্রে স্তিমিত করে রেখেছে। আর্থ-সামাজিক উন্নয়ন থেকে সব কিছুতেই একটা স্থবিরতা নেমে এসেছে। কিন্তু এর মাঝেও সারাবিশ্ব যখন স্তিমিত তখন দেশের মানুষের স্বাস্থ্যগত বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সকল অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম যেন অব্যাহত থাকে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছি।’

‘আমরা আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির এই যুগে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রতি দিয়েছিলাম আজকে সে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই বছরেরই আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পারবো, সেইভাবেই কাজ করে যাচ্ছি। অর্থনীতি যাতে শক্তিশালী থাকে তার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি’—বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমাদের বাজেট আমরা এখন নিজের অর্থায়নেই করতে পারি। পরনির্ভরশীল হতে হয় না। কারও কাছে হাত পেতে করতে হয় না। আমরা আত্মনির্ভরশীল একটি জাতি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেকাংশে আমরা সাফল্য অর্জন করেছি।’

আমাদের সামরিক বাহিনী কমান্ড জাতীয় স্টার্ফ কলেজ জাতীয় সীমারেখা ছাড়িয়ে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে পরিচিত লাভ করেছে উল্লেখ করে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে বহির্বিশ্বে সুনাম অর্জনের জন্য কলেজের সাবেক-বর্তমানে সকলের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ