31.3 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » অর্থপাচার: সম্রাট-আরমানের প্রতিবেদন ৩ মার্চ

অর্থপাচার: সম্রাট-আরমানের প্রতিবেদন ৩ মার্চ

অর্থপাচার: সম্রাট-আরমানের প্রতিবেদন ৩ মার্চ

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক): অর্থপাচারের অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি।এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।

উল্লেখ্য,গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলাটি দায়ের করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক রাশেদুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ইসমাইল চৌধুরী রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল এলাকায় অবৈধভাবে প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে আনুমানিক ১৯৫ কোটি টাকা এনামুল হক আরমানের সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ