21 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ৪৯

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ৪৯

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ৪৯

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৯জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরে ৪৫জন ও উপজেলায় ২জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৮৩৩ জন। যাদের ২৫ হাজার ৬২৯ জন নগরের ও ৭ হাজার ২০৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জন,  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন,  চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক)  ৪২০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৩১ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ৪৯জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৩২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে ২৫ হাজার ৬২৯ জন নগরের ও ৭ হাজার ২০৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। গত চব্বিশ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যা ৩৬৯ জনে স্থির রয়েছে। এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা। তবে, সুস্থতার কোন হিসাব পাওয়া যায়নি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ