25 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে অনুমোদনহীন মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাই শনিবার

চট্টগ্রামে অনুমোদনহীন মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাই শনিবার

চট্টগ্রামে অনুমোদনহীন মুক্তিযোদ্ধাদের গেজেট যাচাই শনিবার

বিএনএ,চট্টগ্রাম: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া যেসব বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন তাদের তালিকা যাচাই-বাছাই করবে সরকার।

শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম জেলার শিল্পকলা একাডেমিতে এই যাচাই-বাছাইয়ের কাজ হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী ‘প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন’ পূর্বক সরকারের কাছে সুপারিশ করার এখতিয়ার কাউন্সিলের। এর ব্যত্যয় ঘটিয়ে যেসব বেসামরিক গেজেট প্রকাশিত হয়েছে, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে সেসব বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩০ জানুয়ারি শনিবার জীবিতদের এবং ৩১ জানুয়ারি মৃত, যুদ্ধাহত বা অসুস্থদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ